বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে পুলিশ সার্জেন্টের ওপর হামলায় কারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি রুজু হয়। মামলার বাদী আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল কিশোর নিজেই। একমাত্র আসামি হামলাকারী বেলাল হোসেন (২৬)। নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ায় তার বাড়ি। বাবার নাম শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট থানায় আসতে পারেননি। একজন পুলিশ কনস্টেবল হাসপাতালে গিয়ে মামলার এজাহারে তার স্বাক্ষর এনেছেন। আজ (বুধবার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সর্বোচ্চ চেষ্টা চলছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলার পর প্রত্যক্ষদর্শী দুজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলার সাক্ষী করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা করছেন। এর আগে দুপুর ১টার দিকে মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলা হয়। তার দুই হাতে জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন বেলাল হোসেন। দুপুরে হাসপাতালে সার্জেন্ট বিপুলকে দেখতে গিয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের বলেন, বেলালের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। সেটি জব্দ করা হয়েছে। বেলাল সার্জেন্ট বিপুলকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর