বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ওরা পিকআপে তুলে সব কেড়ে ছুড়ে ফেলে রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাক-পিকআপে তুলে সর্বস্ব হাতিয়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে হত্যার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- সজল, মুসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। অভিনব এই ডাকাত চক্রের কাছ থেকে পিকআপ, চাকু, নগদ ৭ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংঘবদ্ধ  দলটি সাধারণত রাত ১১টা বা ১২টার পর পিকআপ নিয়ে ডাকাতি করতে বের হয়। তারা কারওয়ান বাজার আড়তে আসা ক্ষুদ্র ব্যসায়ীদের টার্গেট করে। টার্গেট ব্যক্তিদের আড়তে পৌঁছে দেওয়ার আশ্বাসে তাদের গাড়িতে তোলে। এরপর যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের কাছে থাকা সবকিছু লুটে নেয়। এরপর চলন্ত গাড়ি থেকে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। এতে বেশির ভাগ ভিকটিমই মারা যান। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গত ২৮ ডিসেম্বর আপন মিয়া ও তার সঙ্গী নজরুল ইসলাম দক্ষিণখানের বাসা থেকে কাওরান বাজারের উদ্দেশে বের হয়। কাওলা ফুটওভার ব্রিজের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ ভ্যানে কারওয়ান বাজার যাওয়ার কথা বলে যাত্রী উঠায়। এর পর পরই পিকআপের পেছনে যাত্রীবেশে বসে থাকা ডাকাতরা তাদের টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত গাড়ি  থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিম আপন মিয়া মারা যান। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা হয়। ডিবির এই কর্মকর্তা আরও জানান, চক্রটি আবদুল্লাহপুর থেকে কাওরান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে ভুলতা গাউছিয়া এলাকায় তাদের ডাকাতি কার্যক্রম চালায়। পিকআপের সামনের সিটে তিনজন বসেন এবং বাকিরা যাত্রী বেশে পেছনে বসে থাকেন। ভোরে তারা মূলত সবজি ও ফল ব্যবসায়ীদের টার্গেট করে পিকআপে উঠায়। এরপর লুটপাট শেষে তারা ভুক্তভোগীদের ফেলে দেয়।

সর্বশেষ খবর