শিরোনাম
শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুষ্ঠু ভোট ও ঢাকার মডেলে উন্নয়ন সমন্বয় হোক

-এম মনজুর আলম

সুষ্ঠু ভোট ও ঢাকার মডেলে উন্নয়ন সমন্বয় হোক

বিএনপি সমর্থিত সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, চট্টগ্রাম  সিটি করপোরেশন (চসিক)-কে সিটি গভর্নমেন্টের ক্ষমতা দেওয়া না হলেও ঢাকার মডেলে পর্যায়ক্রমে সমন্বয় করে উন্নয়ন ও সেবা নিশ্চিত করা যেতে পারে।

গতকাল  বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। চট্টগ্রামের দ্বিতীয় নির্বাচিত এই মেয়র বলেন, ঢাকা সিটি করপোরেশনকে অনুসরণ করে চট্টগ্রাম সিটির সমন্বয় কাজ এগোতে পারে। তিনি বলেন, ৬০ লাখ নগরবাসী ভালো নেতৃত্ব চান। এবার ভোট সুষ্ঠুভাবে হোক সেটি চান তাঁরা। সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা নিশ্চিত করবে। চসিকের সেবা খাতে সমন্বয় বিস্তৃতির লক্ষ্যে করণীয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র বলেন, ঢাকা সিটি করপোরেশনকে যেমন ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজ দেওয়া হয়েছে, ঠিক তেমনি চট্টগ্রামকেও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কার্যপরিধি বিস্তৃতির বিষয়ে এগিয়ে নেওয়া যেতে পারে। এতে সফলতার পথ প্রশস্ত হবে। তিনি বলেন, ২০০৮ সালে লালদীঘি মাঠে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুযায়ী তিনি গত পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন চসিককে। এখন সমন্বয় জোরদার করে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের সময় কালে ‘বহুমুখী সংকট ছিল’ বলে জানান মনজুর আলম। তিনি বলেন, প্রধান সংকট ছিল বরাদ্দের অপ্রতুলতা। আর্থিক সক্ষমতার ওপর লোকবল সংকট সমাধানের বিষয়টিও জড়িত ছিল। কিন্তু বর্তমানে সরকারের বিপুল বরাদ্দের কারণে চসিক এখন আগের অবস্থানে নেই। চট্টগ্রামবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। তবে দুই-চার বছরের মধ্যে তা আর থাকবে না। মনজুর আলম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি যেমন হয়েছে, তেমনি সেবার বিকেন্দ্রীকরণ হয়েছে। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও সমান্তরাল পরিবেশের ভোট হবে বলে আশা করেন তিনি।

সর্বশেষ খবর