শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিটি গভর্নমেন্ট নতুবা কো-অর্ডিনেশন কমিটি চাই

-মাহমুদুল ইসলাম চৌধুরী

সিটি গভর্নমেন্ট নতুবা কো-অর্ডিনেশন কমিটি চাই

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম শহরে উন্নয়ন ও সেবার সত্যিকারের সুফল ঘরে তুলতে ‘সিটি গভর্নমেন্ট আইন’ পুনঃপ্রবর্তন প্রয়োজন। তবে বিকল্প হিসেবে তিনি একটি বিশেষ কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটির প্রস্তাব দেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামকে ঘিরে সরকারের যে উন্নয়ন কর্মযজ্ঞ, তা আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের তত্ত্বাবধানে একটি কো-অর্ডিনেশন কমিটি কাজ করলে মেগা প্রকল্পগুলো আরও গতিশীল হবে। নতুবা সমন্বয়ের অভাবে বৃহৎ প্রকল্পের উন্নয়ন মুখ থুবড়ে পড়তে পারে এবং নগরবাসী কাক্সিক্ষত সেবা বঞ্চিত হতে পারেন। জাতীয় পার্টির এই সিনিয়র প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি ১৯৮৮-৯০ সাল পর্যন্ত চট্টগ্রামের প্রথম মনোনীত মেয়র ছিলেন। সাবেক এই মেয়র বলেন, চট্টগ্রামের সব সেবা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ সমন্বিতভাবে কাজ না করার কারণে চসিকের কাছ থেকে মানুষের প্রত্যাশিত সুফল মিলছে না। অথচ রাষ্ট্রপতি জারিকৃত সিটি গভর্নমেন্ট অর্ডিন্যান্স ১৯৮২  জাতীয় সংসদে পাস হয়েছিল। সে সময়ের পর থেকে সেবা ও উন্নয়ন সংস্থার প্রধানগণ চসিকের সভায় ‘অফিশিয়াল কমিশনার’ হিসেবে বাধ্যতামূলক উপস্থিত থাকার বিধান ছিল। কিন্তু ’৯৩ সালের শেষ দিকে বিএনপি সরকার সেই সিটি গভর্নমেন্ট আইনটি বাতিল করে দেয়। এরপর থেকেই উন্নয়ন ও সেবায় ভোগান্তি-অদূরদর্শিতা সমন্বয়হীনতার সূত্রপাত হয়। সাবেক মেয়র মাহমুদুল ইসলাম আরও বলেন, উন্নত বিশ্বের শহরগুলোতে সিটি করপোরেশনের পরিধি বিস্তৃত হলেও চট্টগ্রামে লাইট জ্বালানো, রাস্তা পরিষ্কার করা ছাড়া আর কোআে কাজ নেই। অথচ মানুষ উন্নয়ন ও সেবার সব খাতেই চসিকের কাছে প্রত্যাশা করে। তিনি বলেন, সরকার যে বৃহৎ কর্মযজ্ঞ এই শহরকে ঘিরে শুরু করেছে, তার দেখভাল করা বা সমন্বয় করার জন্য কোনো কার্যকর অথরিটি নেই। তাই উন্নয়নের সুফল ঘরে তুলতে ‘সিটি গভর্নমেন্ট প্রথা প্রবর্তন অথবা কো-অর্ডিনেশন  কমিটি প্রয়োজন।

সর্বশেষ খবর