শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কারাগারে বন্দী ৮২ হাজার ৬৫৪ জন

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন কারাগারে বন্দীর সংখ্যা ৮২ হাজার ৬৫৪ জন বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কমে  এসেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে বিভিন্ন বিষয়ে পতাকা বৈঠক হওয়ায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কমিয়ে আনা সম্ভব হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ২০১০ সালের ২২ থেকে ২৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে বিএসএফ একমত পোষণ করেছিল। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিজিবি-বিএসএফ রাত্রিকালীন যৌথ টহল পরিচালনা করছে। সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের (নোয়াখালী-৩) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছর ১৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দী আটক রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ জন ও মহিলা ৩ হাজার ২০০ জন।

সরকারদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় জনসংখ্যা অনুপাতে পুলিশ সদস্যের সংখ্যা যথেষ্ট নয়। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবির ৯ হাজার ৪৫৬টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ১৩১টি পদ সৃজন করা হয়েছে। সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ২০১৯ সালে ১ লাখ ২৪ হাজার ৯৮টি মামলা করে ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন এবং ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা করে ১ লাখ ১৩ হাজার ৫৪৩ জন অবৈধ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর