শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কমেছে সুস্থতা বেড়েছে সংক্রমণ

২৪ ঘণ্টায় শনাক্ত ৬১৯, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক

কমেছে সুস্থতা বেড়েছে সংক্রমণ

একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণ হার আবারও বৃদ্ধি পেয়েছে, কমেছে সুস্থতা। পূর্ববর্তী দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে দশমিক ২১ শতাংশ, রোগী বেশি শনাক্ত হয়েছে ৩৫ জন এবং ১১৫ জন কম সুস্থ হয়েছেন। তবে আগের দিনের চেয়ে গতকাল একজন কম মারা গেছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষায় ৬১৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩ দশমিক ৯৬ শতাংশ। গত একদিনে সুস্থ হয়েছেন ৪৮৭ জন, যা আগের দিন ছিল ৬০২ জন। গত একদিনে মারা গেছেন ১৫ জন, যা আগের দিনের চেয়ে একজন কম। দেশে গতকাল পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন ও সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৭৫ হাজার ৫৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জন ছিলেন পুরুষ ও পাঁচজন নারী। এদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ছয়জন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও তিনজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে আটজন ঢাকা, চারজন চট্টগ্রাম এবং একজন করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর