শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তিনজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।

উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুনবাজার এলাকার স্থানীয় শাহ মজিদিয়া মাদরাসা-সংলগ্ন মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজীপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহছান (১২), সিকদারপাড়ার ফরিদুল আলমের ছেলে এবং সাদেকুল ইসলাম রাহাত (১৩) এবং বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীর (৪২)। এ ঘটনায় আহতদের অধিকাংশই শিশু, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, এ দিন মাতারবাড়ী শাহ মজিদিয়া মাদরাসার বার্ষিক ধর্মীয় সভার আয়োজন ছিল। এ উপলক্ষে সকাল থেকে মাদরাসা-সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে নানা ধরনের দোকানপাট বসে। বেলা ১১টার দিকে মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে শিশুদের খেলনার বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১১ আহত হয়। বিকালে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ এহসান ঘটনাস্থলে মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদেকুল ইসলাম রাহাত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীর মারা যান। তিনি কক্সবাজারের চকোরিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে।

সর্বশেষ খবর