রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি

চারজনের মরদেহ, ১৩ জনকে জীবিত উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামের একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘন কুয়াশায় দিক হারিয়ে উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে মৃত ও ১৩ জনকে জীবিত উদ্ধার করে। এখনো আট জেলে নিখোঁজ রয়েছেন বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রউফ বলেন, গতকাল সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে চারজনের মৃতদেহ এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলার মালিক চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আমার মালিকানাধীন এফভি যানযাবিল এক সপ্তাহ আগে ২৫ জন মাঝিমল্লাসহ সাগরে মাছ ধরতে যায়। শনিবার ট্রলারটি প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর