রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

সুন্দরবনে হরিণের চামড়াসহ গ্রেফতার দুই পাচারকারী

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে হরিণের চামড়াসহ গ্রেফতার দুই পাচারকারী

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে শিকার করে আনা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত পোনে ২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বাস স্ট্যান্ডের কাছ থেকে মো. ইলিয়াস হাওলাদার (৩৫) ও মো. মনিরুল ইসলাম শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরের শরণখোলা উপজেলার বাস স্ট্যান্ডের এলাকার বাসা থেকে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দবন বিভাগ ও র‌্যাব সদস্যরা শরণখোলা  উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি পূর্ণ বয়স্ক বাঘের চামড়া উদ্ধার করেন। জড়িত অভিযোগে শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের মো. গাউস ফকিরকে গ্রেফতার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় গতকাল দুপুরে তার অফিসে সংবাদ সম্মেলনে জানান, সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রাণি পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর