সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দরপতনে শুরু সপ্তাহের প্রথম দিনের লেনদেন

শেয়ারবাজারের হালচাল

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে দরপতন দিয়ে। গতকাল দেশের দুই শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচকের পতন হয়েছে। তবে সূচকের পতন হলেও বীমা খাতের বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৫ পয়েন্টে নেমে গেছে। মূল্যসূচক কমলেও ডিএসইতে  লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৫৮  কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিন ছিল ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনের শুরু থেকেই একের পর এক বীমা কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত বীমা কোম্পানিগুলোর দাম বাড়ার দাপট অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৪৯টি বীমা কোম্পানির মধ্যে ৩৭টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮টির। ডিএসইতে দাম বেড়েছে ৭৯টির, দাম কমেছে ২০২টির আর ৭৮টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো ফার্মার শেয়ার। বেক্সিমকো ফার্মার শেয়ার বেচাকেনা হয় ২০৮.৪০ টাকা থেকে ২১৬.৯০ টাকায়। কোম্পানিটির ২৫৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ১৭৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এ ছাড়া ডিএসইতে  লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, পারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর