সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেতনের দাবিতে ডিএসসিসির হিসাবরক্ষণ দফতরে হামলা চার শ্রমিক কর্মচ্যুত

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হিসাবরক্ষণ কর্মকর্তার দফতরে হামলার অভিযোগে চারজন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে। গতকাল সংস্থার সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়। এ ছাড়া হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে সংস্থার স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনি ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কর্মচ্যুত শ্রমিকরা হচ্ছেন অঞ্চল-৫ এর ৫১ ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন কর্মরত স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া, দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী (ট্রাক) মো. আলী মিয়া, অঞ্চল-২ এর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন কর্মরত পরিচ্ছন্নতাকর্মী (ট্রাক) মোহাম্মদ আলী সোহরাব ও অঞ্চল-১ এর ১৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিক মো. হাসু।

সর্বশেষ খবর