মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনায় পুরুষ মৃত্যু বেড়েই চলেছে

২৪ ঘণ্টায় শনাক্ত ৬০২, মৃত্যু ১৮

নিজস্ব প্রতিবেদক

করোনায় পুরুষ মৃত্যু বেড়েই চলেছে

করোনাভাইরাস সংক্রমণে দেশে পুরুষ মৃত্যুর হার বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনা সংক্রমণে দেশে ৮ হাজার ৪১ জনের মৃত্যু হয়েছে, যার ৭৫ দশমিক ৮০ শতাংশই পুরুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এর ১৫ জন পুরুষ, তিনজন নারী। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট মৃতের ৮৩ দশমিক ৩৩ শতাংশই পুরুষ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পুরুষরা বাইরে বেশি থাকায় বেশি সংক্রমিত হচ্ছে। এ ছাড়া ধূমপান, বাইরে ধোয়া-ধুলাবালির মধ্যে বেশি থাকা, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন মানসিক চাপে থাকায় পুরুষরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়ছে। এ কারণে করোনায় পুরুষের মৃত্যুঝুঁকিও বেড়ে গেছে। স্বাস্থ্যকর জীবনাচরণের পাশাপাশি ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে সংক্রমণও কমত, মৃত্যুও কমত।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষায় ৬০২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৬ শতাংশ। এক দিনের ব্যবধানে শনাক্তের হার আবারও দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোগী শনাক্ত বেড়েছে ১২৯ জন। তবে কম মারা গেছেন, দুজন। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৬ জন যা আগের দিনের চেয়ে ৫২ জন বেশি।

গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪১ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

 এর মধ্যে সাতজন ঢাকা, আটজন চট্টগ্রাম, দুজন রাজশাহী ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর