বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরগুনায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ওসিসহ আহত ৫০

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনী প্রচারণা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ পুলিশ, দুজন সাংবাদিক ও অর্ধ শতাধিক দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ওসির অবস্থা গুরুতর। গতকাল বিকাল সাড়ে ৪টার সময় পাথরঘাটা থানার সামনে এ ঘটনা ঘটেছে বলে সহকারী পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগের  বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর হামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহতদের কয়েকজন হলেন, পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন, ওসি তদন্ত সাঈদ আহমেদ, দৈনিক সমকাল প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ ও দৈনিক আমাদের সময়ের রাকিব বিন ত্বোহা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হয় আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় সোহেলের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ ১৫ পুলিশ সদস্য ও দুজন সাংবাদিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল ফাতাহ জানান, ওসি শাহাবুদ্দিনের অবস্থা গুরুতর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হবে। এ ছাড়াও আরও ৪ পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ সরকার জানান, দুজন সাংবাদিক ও ১৫ জন পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ শক্ত অবস্থানে থাকার কারণে বড় ধরনের ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর