বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্যাপক দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে এসে ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে অংশ  নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ফলে বড় পতন হয়েছে সবকটি মূল্য সূচকের। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে নেমে গেছে। লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা। গতকাল নিয়ে টানা তিনদিন দরপতন হলো শেয়াবাজারে। ডিএসইতে লেনদেনের শুরু থেকেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে।  লেনদেন শেষে ডিএসইতে দর বেড়েছে মাত্র ২৭টি কোম্পানির শেয়ারের। বিপরীতে দাম কমেছে ২৫৫টির। আর ৭৫টির দাম অপরিবর্তিত থাকে। এখানে লেনদেন হয় ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে  বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের ১১৩ কোটি ৮১ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়। ১০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এ ছাড়া  লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, লাফার্জহোলসিম এবং আইএফআইসি ব্যাংক। দাম বাড়ার তালিকায় স্থান করে  নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক খাতের একটি, প্রকৌশল খাতের চারটি, খাদ্য খাতের পাঁচটি, জ্বালানি খাতের দুটি, বীমা খাতের আটটি, আইটি খাতের দুটি, পাট খাতের একটি, বিবিধের দুটি ফান্ড, ওষুধের তিনটি এবং বস্ত্রের তিনটি কোম্পানি রয়েছে। এ ছাড়া চারটি মিউচ্যুয়াল এবং দুটি করপোরেট বন্ড রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬  কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর