বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

দেশে ফিরল ভারতে পাচার শিশুসহ ৩৮ নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ৩৮ জন বাংলাদেশি নারী পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। সোমবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল  পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত ৫ পুরুষ,  ২৬ নারী ও ৭ শিশু যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা। শিশুসহ নারী-পুরুষদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার শর্তে যশোর রাইটস গ্রহণ করে ১৯ জন, জাস্টিক অ্যান্ড কেয়ার ১২ জন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি ঢাকা সাতজনকে নিজেদের দায়িত্বে নিয়েছে। যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহণকারী তৌফিকুর জানান, ভুক্তভোগী নারী-পুরুষ ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের মোম্বাই শহরে পুনে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের মোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা ও গোয়ার একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

 বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত ৩৮ জন নারী পুরুষ ও শিশুকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের জাস্টিস অ্যান্ড কেয়ার,  যশোর রাইটস ও মহিলা আইনজীবী সমিতি এ ৩টি এনজিও গ্রহণ করেছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

সর্বশেষ খবর