বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় মিসর

নিজস্ব প্রতিবেদক

দেশের অবকাঠামো খাতে মধ্যপ্রাচ্যের দেশ মিসর বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিথাম গোবাসি। তিনি গতকাল মতিঝিলের চেম্বার ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। হিথাম গোবাসি বলেছেন বাংলাদেশের অবকাঠামো খাতের সার্বিক উন্নয়নে মিসরের উদ্যোক্তাদের বেশ আগ্রহ রয়েছে। এ ছাড়া নির্মাণ খাতও বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এ খাতের প্রয়োজনীয় বিকাশে মিসর ও বাংলাদেশের সরকারি এবং বেসরকারি খাত যৌথ বিনিয়োগে এগিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত আরও বলেন, করোনা মহামারীতে বৈশি^ক অর্থনীতিতে যে মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে, তা মোকাবিলায় মিসর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশের সহযোগিতা চায় মিসর। এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন এবং মিসর দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়াম এম রাগেই।

সর্বশেষ খবর