রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিখোঁজের এক মাস পর খামারে জাপা নেতার লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজ হওয়ার এক মাস পর নিজের গরুর খামার থেকে জাতীয় পার্টি (জাপা) নেতা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনসার উল্লাহ এবং মো. আসিফ নামে দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। শুক্রবার গভীর রাতে লোহাগাড়া থানাধীন দরবেশ হাট এলাকার ওই নেতার গরুর খামার থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার স্থানীয়

জাতীয় পার্টির নেতা ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, এক মাস আগে নিখোঁজ হন আনোয়ার। নিখোঁজের কয়েকদিন পর খামারের দুই রোহিঙ্গা কর্মচারী পালিয়ে যান। এতে তাদের ওপর সন্দেহ বাড়ে। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরুর খামার থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, নিহত আনোয়ার খামারের দুই রোহিঙ্গা কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করত। মাসিক বেতনও নিয়মিত দেওয়া হতো না। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ারকে হত্যার পরিকল্পনা করে। খুনের পর খামারেই তাকে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর