সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিএসসি না ভেঙে সংস্কার করার পরিকল্পনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

টিএসসি না ভেঙে সংস্কার করার পরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্র শিক্ষক কেন্দ্র-টিএসসির মূল কাঠানো না ভেঙে এর কিছু অংশে সংযোজনসহ সংস্কার করার একটি পরিকল্পনা নিয়ে ভাবা হচ্ছে। এ বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে টিএসসি না ভেঙে সংস্কারের নকশা দেখিয়েছে গণপূর্ত অধিদফতর। এই নকশায় টিএসসির সামনের ভবনসহ

মূল কাঠামোর কোনো পরিবর্তন না করে বর্তমান সুইমিং পুলের জায়গায় ১০ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার কথা বলা হয়েছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত নয়, আগামী ২৮ ফেব্রুয়ারি আরেকটি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদারসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। অপরদিকে, গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর