সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
২৪ ঘণ্টায় শনাক্ত ৩৬৯, মৃত্যু ১৬

করোনার পরে বাড়ছে দুশ্চিন্তা হতাশা স্মৃতিভ্রংশের প্রবণতা

টানা ১৩ দিন ৫ শতাংশের নিচে সংক্রমণ হার

নিজস্ব প্রতিবেদক

করোনার পরে বাড়ছে দুশ্চিন্তা হতাশা স্মৃতিভ্রংশের প্রবণতা

করোনা পরবর্তী নানা জটিলতা নিয়ে করা জরিপে  দেখা গেছে, ৭৫ দশমিক ২ শতাংশ মানুষ মারাত্মক মানসিক দুশ্চিন্তা এবং ১৬ দশমিক ৩ শতাংশ মারাত্মক হতাশায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ৫২ দশমিক ৭ শতাংশ রোগীর মধ্যে আংশিক স্মৃতিভ্রংশের প্রবণতাও দেখা গেছে। অন্য জটিলতার মধ্যে ঘ্রাণশক্তি লোপ পাওয়া, মাথাব্যথা, অনিদ্রা, ক্লান্তি ও অবসাদ ও মাংসপেশিতে ব্যথাও ছিল। গত শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত করোনা পরবর্তী নিউরোলজিক্যাল জটিলতাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনারে জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। এদিন বাংলাদেশের করোনা পরিস্থিতি ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ও বাংলাদেশ নিউরোসায়েন্স সোসাইটির যৌথ উদ্যোগে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে মূল আলোচ্য বিষয় ছিল করোনাপরবর্তী নিউরোলজিক্যাল জটিলতা, এর গুরুত্ব ও ব্যবস্থাপনাবিষয়ক দিকনির্দেশনা। বাংলাদেশের করোনায় আক্রান্ত রোগীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক জটিলতা নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন হাসান মাহমুদ রেজা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুর রহমান অনলাইনভিত্তিক এ জরিপ পরিচালনা করেন। জরিপে দেখে গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ দশমিক ২ শতাংশ মারাত্মক মানসিক দুশ্চিন্তা এবং ১৬ দশমিক ৩ শতাংশ মারাত্মক হতাশায় আক্রান্ত। অন্যদিকে, ৫২ দশমিক ৭ শতাংশ রোগীর মধ্যে আংশিক স্মৃতিভ্রংশের প্রবণতা লক্ষণীয়। অন্যান্য জটিলতার মধ্যে ঘ্রাণশক্তি লোপ (৮৪.২%), মাথাব্যথা (৯৩.৭%), অনিদ্রা (৭৬.৩%), ক্লান্তি ও অবসাদ (৮১.৬%), মাংসপেশিতে ব্যথার (৬৬.০%) কথাও বলেছেন। ২ হাজার ৩৭ জন করোনা রোগীর তথ্যের ভিত্তিতে জরিপটি করা হয়েছে। ২০ থেকে ৬০ বছর বয়সসীমার রোগীদের ওপর গত বছরের ২৫ জুলাই  থেকে এ বছরের ১০ জানুয়ারি পর্যন্ত এ জরিপ করা হয়েছে।

করোনাসংক্রান্ত মানসিক বিপর্যয় মোকাবিলায়  মেডিটেশনের গুরুত্ব, পাশাপাশি বিজ্ঞানভিত্তিক কার্যকৌশল ও পদ্ধতি সম্পর্কে ড. ইল সু মুন আলোচনা করেন। ওয়েবিনারটির সভাপতি হাসান মাহমুদ রেজা বলেন, বাংলাদেশে কভিডপরবর্তী জটিলতা নিরসনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।

ওয়েবিনারের সভাপতি হাসান মাহমুদ রেজা বলেন, বাংলাদেশে কভিডপরবর্তী জটিলতা নিরসনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ কর্নার খুলে রোগীদের  সেবাপ্রদান করা অতীব প্রয়োজন। তিনি বাংলাদেশের করোনা মোকাবিলায় এই ওয়েবিনার  থেকে প্রাপ্ত তথ্য ও দিকনির্দেশনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

টানা ১৩ দিন ৫ শতাংশের নিচে সংক্রমণ হার : দেশে করোনাভাইরাস সংক্রমণ হার টানা ১৩ দিন পাঁচ শতাংশের নিচে রয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সংক্রমণ হার ৫ শতাংশের নিচে থাকলে তাকে নিরাপদ সংক্রমণ ধরা যায়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, টানা চার সপ্তাহ এই হার বজায় থাকলে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। তাহলে নিশ্চিত হওয়া যাবে যে, দেশে ভাইরাসটির প্রভাব সত্যিই কমে এসেছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। না হলে কমার পরও আবার বেড়ে যেতে পারে সংক্রমণ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। গত বছরের ৫ এপ্রিলের পর চলতি জানুয়ারির ১২ তারিখ প্রথমবারের মতো ৫ শতাংশে নেমে আসে সংক্রমণ হার। কয়েকদিন ওঠা-নামার পর গত ১৯ জানুয়ারি থেকে ৫ শতাংশের নিচেই রয়েছে সংক্রমণ হার। গত ৩০ জানুয়ারি সংক্রমণ হার ৩ শতাংশে নেমে আসে। বিষয়টিকে জনস্বাস্থ্যবিদরা ইতিবাচক হিসেবে দেখলেও এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৪৭ জন। এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ১২৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও দুজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১১ জন ঢাকা এবং একজন করে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর