শিরোনাম
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
পৌরসভা নির্বাচন

তৃতীয় ধাপে ৭০.৪২ শতাংশ ভোট পড়েছে ব্যালট পেপারে

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে ব্যালট পেপারে ৭০ শতাংশ ভোট পড়েছে। শনিবার তৃতীয় ধাপের ১৯,০৮,৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩,৪৪,০১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭ শতাংশ মৌলভীবাজারে। গতকাল নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান  এ তথ্য জানান। ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বীসহ মেয়র পদে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির ৩ জন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন। এর আগে ১৮ ডিসেম্বরের  প্রথম ধাপে ভোটে ৬৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ শতাংশ ভোট পড়েছে। পৌরসভা নির্বাচনের প্রথম দুই ধাপে গোলযোগ-সংঘর্ষ হওয়ায় তৃতীয় ধাপে বিশেষ সতর্কতা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে তাতেও সহিংসতার রাশ টানা যায়নি। তবে ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে বলেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফায় সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জে একটা দুঃখজনক ঘটনা না ঘটলে প্রত্যেকটা ধাপে প্রায় একই রকম হয়েছে।’

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে এসব পৌরসভায় নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হলো ৩০ জানুয়ারি। চতুর্ধ ধাপের ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।

তিন ধাপে আওয়ামী লীগ ৬৯, বিএনপি ৯ ও স্বতন্ত্র ২৫ দলীয় প্রতীকে এই ভোটে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির ৩ জন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ১ জন, জাসদের ১ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর