মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কক্সবাজারে মা-মেয়ে হত্যার মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাহ থানাধীন রাবারড্যাম এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা ঘটনার মূল হোতা আবুল কালামকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জমিজমার জের ধরেই চাচি রাশেদা বেগম (৪০) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌসকে (১৬) কুপিয়ে হত্যা করেছেন বলে সিআইডির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আবুল কালাম।

গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ঘটনার পর ঈদগাঁহ থানায় একটি হত্যা মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি সিআইডিও ওই মামলার ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আসামি কালামকে ধরতে কক্সবাজার ও উখিয়ায় সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালাম উখিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডির অতিরিক্ত এসপি মুক্তা ধর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম জানিয়েছেন, ৭ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন শেষ করে ৯ মাস আগে দেশে ফেরেন তিনি। ২৯ জানুয়ারি সন্ধ্যায় দীর্ঘদিন ধরে চলা জমিজমার বিরোধের জের ধরে চাচির রাশেদার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচিকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রাশেদার মেয়ে জান্নাত বাঁধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান কালাম।

সর্বশেষ খবর