মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্ক পুলিশের লে. কমান্ডার হলেন শামসুল হক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক পুলিশের লে. কমান্ডার হলেন শামসুল হক

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে লেফটেন্যান্ট কমান্ডার হলেন বাংলাদেশি-আমেরিকান শামসুল হক। এনওয়াইপিডিতে গোয়েন্দা স্কোয়াডে যুক্ত হয়ে ইতিহাস গড়ার পর শামসুল হক এনওয়াপিডিতে আরেকটি ইতিহাস গড়লেন। গত শুক্রবার কুইন্সে এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে তিনি অভিষিক্ত হয়েছেন। ২০০৪ সালের জানুয়ারিতে শামসুল হক এনওয়াইপিডিতে যোগদান করেন। ২০১০ সালে তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাবার পর তিনি এনওয়াইপিডির অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত গ্রুপের দায়িত্ব নেন।

শামসুল হক যুক্তরাষ্ট্রে এসেছেন ১৯৯১ সালে। এখানে এসে তিনি বাসবয়, ডেলিভারিম্যান, ম্যানেজারসহ নানা চাকরি করেন। পাশাপাশি ভবিষ্যতে ভালো কিছু করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান। তিনি সিলেট জেলার  গোলাপগঞ্জের বাঘার গ্রামে মরহুম আবদুল মুসাব্বির এবং মরহুম নুরুন নেছা দম্পতির সন্তান। স্ত্রী রুবিনা হক ও দুই ছেলে নিয়ে তিনি    নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন। তার ভাই-বোনও নিউইয়র্কে থাকেন।

সর্বশেষ খবর