বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এসএসসি পরীক্ষায় অটো পাসের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষা, ২০২১ বাতিল করে অটো পাস দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

শিক্ষার্থীরা বলে, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা। কারণ ২০২০ সাল পুরোটাই গেছে করোনার মধ্যে। এ সময় কোনো ক্লাস, প্র্যাকটিকালে অংশ নেওয়া হয়নি। অনলাইনে যে ক্লাস হয়েছে তাতেও সবাই অংশ নিতে পারেনি। এ পরীক্ষা নিলে বেশির ভাগ শিক্ষার্থী কাক্সিক্ষত ফল থেকে বঞ্চিত হবে। রাজধানীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী শেখ মো. এজাদুল হক নিখাদ প্রতিবেদককে বলে, ‘প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসির ফলাফলের ওপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে অটো পাস ঘোষণা দেওয়ার দাবি জানাই।’ শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি করে, ‘২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। অথচ এ ব্যাচটির পুরো দুই বছর ক্লাস, টেস্ট পরীক্ষাসহ সব দিক থেকেই প্রস্তুতি ছিল। কিন্তু আমরা পুরো এক বছর ক্লাসের বাইরে ছিলাম। তার পরও পরীক্ষা নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা নিলে আমাদের প্রতি অবিচার করা হবে।’

সর্বশেষ খবর