বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
কৃষি

বায়োচার প্রযুক্তিতে বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বায়োচার প্রযুক্তিতে বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা

পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কৃষি বন্ধু চুলার ব্যবহার বৃদ্ধি পেয়েছে রাজশাহী অঞ্চলে। বিশেষ করে উত্তরের জেলা শহর নওগাঁর মান্দা উপজেলায় এ চুলার ব্যবহার বেড়েছে। এ চুলার রান্নার পাশাপাশি উৎপাদিত বায়োচার জমিতে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যও রক্ষা হচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জমিতে একবার বায়োচার ব্যবহার করলে শত শত বছর এর কার্যকারিতা থাকে। তাই কার্বন সমৃদ্ধ বায়োচার বা কার্বন সমৃদ্ধ জৈব সার ব্যবহারে কৃষকের অর্থ সাশ্রয়ের পাশাপাশি জমির উর্বরতা এবং ফলনও বৃদ্ধি পাচ্ছে। মান্দা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় পাঁচ শতাধিক কৃষক ফুলকপি, বাঁধাকপি, সরিষা, গম, ধান, আলু, পিঁয়াজ, রসুন, মরিচ, ভুট্টাসহ নানা ফসলি জমিতে কার্বন সমৃদ্ধ বায়োচার বা কার্বন সমৃদ্ধ জৈব সার প্রযুক্তি ব্যবহার করছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বন্ধু চুলায় কাঠ বা গোবর ও বিভিন্ন ধরনের বায়োমাস বা কৃষি অবশিষ্টাংশ পুড়িয়ে বায়োচার পাওয়া যায়, যা কার্বন সমৃদ্ধ। এই কার্বন সমৃদ্ধ বায়োচার জমিতে ব্যবহারে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং খরাপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপখাইয়ে চাষাবাদ করা যায়। বায়োচার জমিতে ভারী ও বিষাক্ত ধাতুকে (হেভি মেটালকে) নিষ্ক্রিয় করে রাখে। ফলে উদ্ভিদের শিকড়ের সাহায্যে তা ফসল পর্যন্ত পৌঁছায় না। ফলে পাওয়া যায় নিরাপদ ও বিষাক্ত ধাতুমুক্ত ফসল। ব্যবহারকারী কৃষকরা বলেছেন, বায়োচার ও কার্বন সমৃদ্ধ জৈব সার ব্যবহার  করায় জমিতে সেচ ও রাসায়নিক সার কম দিতে হয়, জমির উর্বরতা  বাড়ায়, ফসলের উৎপাদন বাড়ে, তাই দিন দিন বায়োচার প্রযুক্তিতে বাড়ছে  ফসলের চাষাবাদ। মান্দা এলাকার কৃষক ময়নুল বলেন, যে জমিতে বায়োচার সমৃদ্ধ জৈব সার ব্যবহার করেছি, এটার মরিচ গাছ বেশ সতেজ ও গাঢ় সবুজ, ফুল ও মরিচ ধরেছে। আর যেটা আমার মতে করা, সেটার মরিচ গাছের ডগা চিকন, ফুল ধরেছে কম এবং মরিচ এখনো ধরেনি। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, অধিক হারে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির জৈব পদার্থ কার্বন দিন দিন কমে যাচ্ছে। এটির ব্যবহারে মাটির স্থায়িত্বশীল স্বাস্থ্যরক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। ফলে কম রাসায়নিক সার ব্যবহার করেও কৃষকরা কাক্সিক্ষত ফলাফল লাভ করবে।

সর্বশেষ খবর