শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে শাহ আলমকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলমকে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শাহ আলমের পাশাপাশি ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে গতকাল এ পদক্ষেপ নেওয়া হয়। তবে তাদের দুর্নীতি তদন্তে এখনো কোনো কমিটি করা হয়নি। এর আগে এ দুজনের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগ তোলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি। এরই মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে শাহ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে।’ সিরাজুল ইসলাম বলেন, ‘৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী এখানে কাজ করেন। তাদের মধ্যে কেউ অনিয়মে জড়িয়ে পড়লে বাংলাদেশ ব্যাংকেরও মান ক্ষুণœ হয়। বিষয়টি খতিয়ে দেখছি।’ পি কে হালদারের সহযোগী রাশেদুল হকের বিরুদ্ধে ৭১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২৩ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলমকে প্রতি মাসে দেওয়া হতো ২ লাখ টাকা করে। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দেওয়ার কাজে সহায়তা করতেন তৎকালীন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

সর্বশেষ খবর