রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
ইউল্যাব ছাত্রীর মৃত্যু

পুলিশের কাছে যে বর্ণনা দিলেন বান্ধবী নেহা

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীকে মদপান করিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া তারই বান্ধবী ফারজানা জামান নেহা পুলিশের রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদের প্রথম দিন গতকাল তিনি ঘটনার দিনের বর্ণনা দিয়েছেন। নেহা জানিয়েছেন, তারা নিয়মিত পার্টির আয়োজন করতেন। ওই দিন রেস্টুরেন্টে তিনি মদপান করার পর মুখ দিয়ে রক্ত বের হয়। তখন সেখান থেকে তিনি বাসায় চলে যান। পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এর আগে শুক্রবার বেলা ৩টায় এই শিক্ষার্থীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে আজিমপুর থেকে গ্রেফতার হয়েছিলেন নেহা। নেহাকে আদালতে তোলার দিন মামলার আরেক আসামি আরাফাতের বন্ধু শাফায়াত জামিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গত ৩১ জানুয়ারি ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর দুই বন্ধুর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদের একজন মামলার প্রধান আসামি। ইউল্যাবের ওই শিক্ষার্থী ৩১ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেই তাকে ধর্ষণের অভিযোগ এনে পাঁচজনকে আসামি করে মামলা করেন তার বাবা। এই মামলার আগেই মারা যান এক আসামি।

সর্বশেষ খবর