শিরোনাম
সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেদখল ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি

দখলদার ১ লাখ ৬০ হাজার ৫৬৬ জন

নিজস্ব প্রতিবেদক

অবশেষে বন বিভাগের বেদখল হওয়া জমির পরিমাণ ও দখলদারদের একটি তালিকা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তালিকায় দেখা যায়, সংরক্ষিত বনভূমিসহ অসংরক্ষিত বনভূমির দখলদার ১ লাখ ৬০ হাজার ৫৬৬ জন। তারা সম্মিলিতভাবে জবর দখল করে রেখেছে বনের ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর জমি। এর মধ্যে সংরক্ষিত বনভূমির দখলদারদের সংখ্যা ৮৮ হাজার ২১৫ জন এবং তাদের মাধ্যমে বেদখল হওয়া সংরক্ষিত বনভূমির পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৬১৩.০৬ একর। এ ছাড়া অসংরক্ষিত অন্যান্য বনভূমির দখলদার ৭২ হাজার ৩৫১ জন এবং তাদের মাধ্যমে জবরদখল করা ভূমির পরিমাণ ১ লাখ ১৮ হাজার ৫৪৫.৭৮ একর। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ ছাড়া পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর