মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
আনন্দবাজারের সম্পাদকীয়

বাংলাদেশের উন্নতি দেখে ঈর্ষান্বিত মহাশক্তিরা

প্রতিদিন ডেস্ক

‘ঠাকুরঘরে’ শিরোনামে গতকাল সম্পাদকীয় প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশের উন্নতি দেখিয়া আঞ্চলিক মহাশক্তিরা ঈর্ষান্বিত’। এতে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অকুণ্ঠ প্রশংসা করা হয়েছে। অনলাইনে প্রকাশিত এ সম্পাদকীয়তে আরও যা বলা হয়েছে তার সারসংক্ষেপ হলো, নবজাত দেশের নতুন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার মাটিতে অবতরণ করে কেবল উদাত্ত কণ্ঠে বিজয়বার্তাই ঘোষণা করেননি, তিনি বিপন্ন এবং নিঃস্ব একটি নবজাত রাষ্ট্রের জন্য বাঙালির শুভেচ্ছা প্রার্থনা করেছিলেন। সেদিনের সদ্যোজাত ক্ষুদ্র দেশ এখন মহাগৌরবে উপমহাদেশীয় অঞ্চলের মুখোজ্জ্বল করতে ব্যস্ত। বাংলাদেশের উন্নতি দেখে এখন এ উপমহাদেশের অন্যান্য দেশ, এমনকি তথাকথিত আঞ্চলিক মহাশক্তিরাও ঈর্ষান্বিত। ঢাকার বিদেশি মুদ্রাভান্ডার এখন ইসলামাবাদের তিন গুণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ‘পাকিস্তানকে সুইডেন বানাবেন’ বললে উপদেষ্টারা বলেন, আগে তো বাংলাদেশের সমকক্ষ হন, তারপর সুইডেন। অন্যদিকে, আন্তর্জাতিক অর্থভান্ডারের ২০২০ সালের হিসাব- জনপ্রতি জিডিপির দিক দিয়ে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে। কভিড-পূর্ব কালেই দুই দেশ এক স্থানে এসেছিল। এরপর কভিড-১৯ ভারতীয় অর্থনীতিকে বাংলাদেশের অর্থনীতির অপেক্ষা বিপন্নতর করেছে। ১৯৭২ সালে ভারত যে অবস্থায় ছিল, আর নতুন বাংলাদেশ যেখানে ছিল তা মাথায় রাখলেই বোঝা যায় কে কতখানি এগিয়েছে বা পিছিয়েছে।

এতে আরও বলা হয়, ২০২০ সালের শেষে, নাগরিকের গড় আয়ু ভারতের অপেক্ষা বাংলাদেশে তিন বছর বেশি, শিশুমৃত্যুর হার ভারতের অপেক্ষা কম (হাজারে ভারত ২৮, বাংলাদেশে ২৫), সাক্ষরতায় দুই দেশ পাশাপাশি, শহর-জনসংখ্যার হারে বাংলাদেশ (৩৭ শতাংশ) ও ভারত (৩৪ শতাংশ) এবং নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ প্রভূত এগিয়ে (ভারত ২০ শতাংশ, বাংলাদেশ ৩৬ শতাংশ)।

সর্বশেষ খবর