শিরোনাম
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

উত্তাল মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর জলকামান

প্রতিদিন ডেস্ক

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে। তৃতীয় দিনের মতো গতকাল আরও বড় বিক্ষোভে পুলিশ জলকামানও ব্যবহার করেছে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সূত্র : বিবিসি, রয়টার্স, সিএনএন।

খবরে বলা হয়, শিক্ষার্থী, তরুণ-যুবক, চিকিৎসকদের বিক্ষোভে এবার যুক্ত হয়েছেন শ্রমিকরা। তারা দেশজুড়ে রাস্তায় নামার কর্মসূচি দিয়েছেন। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। গতকাল লক্ষাধিক বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন এবং মান্দালায় জড়ো হন। এক পর্যায়ে নেপিদোতে বিক্ষোভকারীদের ওপর জলকামান থেকে গরম পানি বর্ষণ করা হয়। এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে। এ ছাড়াও  দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখ সংখ্যক মানুষ বিক্ষোভে নেমেছে। বিক্ষোভে শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছেন। প্রায় ১ হাজার শিক্ষক ইয়াঙ্গুনের পথে নেমেছেন।

সর্বশেষ খবর