বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এমএলএম প্রতারণা ২ হাজার গ্রাহকের ৫৭ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক

রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা হলেন আশিক ঘোষ অসিত, কাজী নুরুল ইসলাম, শাহ নেওয়াজ শামীম, জহিরুল হক, নুরুল ইসলাম, মামুন মিয়া। সোমবার রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ২ হাজার ২০৯ জন গ্রাহকের নামে গৃহীত অর্থের পরিমাণ, কিস্তির পরিমাণ ও লভ্যাংশের পরিমাণসহ ফাইল, ২৫০টি মানি রিসিপ্ট, ৪৩তম ক্ষতিগ্রস্ত গ্রাহকের জমা করা সমুদয় অর্থ ফেরত চেয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করা আবেদনপত্র জব্দ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অসিত চেয়ারম্যান, কাজী নুরুল এমডি এবং বাকি সবাই পরিচালক। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, উত্তরা পূর্ব থানা এলাকায় ‘সেবা আইডিয়াস অ্যান্ড লিভিং লিমিটেড’ নামে ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে এমএলএম ব্যবসা চালু করে এ চক্রটি। তারা ২৪ মাসে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে লোকজন থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন বলে আমরা তথ্য পাই। পরে সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের একটি দল অনুসন্ধান শুরু করে। গতকাল রাতে প্রতারক ছয়জনকে গ্রেফতার করা হয়। এ চক্রটি ২ হাজার ২০৯ জন গ্রাহক থেকে প্রায় ৫৭ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। চক্রটির নিজস্ব কোনো জমি নেই। তারা সিলসিটির একটি ব্রোশিয়ার দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। পরে তাদের দ্বিগুণ লাভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করা হতো। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ খবর