বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমলয় পদ্ধতিতে ধান চাষ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সমলয় পদ্ধতিতে ধান চাষ

কৃষি উৎপাদন বাড়াতে ধান রোপণে এসেছে নতুন পদ্ধতি-সমলয়। চলতি বোরো মৌসুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমলয় পদ্ধতিতে জমিতে ধান রোপণ করা হয়েছে। স্থানীয় কৃষিবিভাগ জানায়, এ পদ্ধতিতে ধান চাষে কৃষকের যেমন সময়, শ্রম ও খরচ বাঁচবে তেমনি উৎপাদনও হবে বেশি। এতে লাভবান হবেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, সমলয় পদ্ধতি হলো সবাই মিলে একসঙ্গে একই সময়ে একই জাতের ধান রোপণ করা। এ পদ্ধতিতে ধান আবাদ করতে হলে চারা তৈরি করতে হবে ট্রেতে। ট্রেতে চারা উৎপাদনে জমির অপচয় কম হবে। চারা রোপণ করতে হবে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে। এতে সব চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। জমিতে সার ও আগাছা পরিষ্কার করতে হবে একই সময় একসঙ্গে। একসঙ্গে রোপণ করায় সব ধান পাকবেও একই সময়ে। তখন হারবেস্টার মেশিন দিয়ে একই সঙ্গে সব ধান কাটতে হবে। ধান মাড়াই ও বস্তাবন্দীও করতে হবে একসঙ্গে একই সময়ে।

এ পদ্ধতিতে প্রতি বিঘায় চারা তৈরি থেকে রোপণ পর্যন্ত সর্ব্বোচ্চ খরচ হবে ৫০০ টাকা। আর পাকা ধান কম্বাইন্ড হারবেস্টার দিয়ে কেটে মাড়াই ও বস্তাবন্দী করতে এক বিঘা জমিতে খরচ হবে মাত্র ১ হাজার ২০০ টাকা। জানা যায়, এ বছর সরকারি প্রণোদনায় শ্রীমঙ্গল উপজেলায় সমলয় পদ্ধতিতে ধান রোপণের প্রদর্শনী প্লট করা হয়েছে। ৪৮ জন কৃষক একত্রে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড টিয়া জাতের ধান রোপণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর