বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শনাক্ত ৩৮৮

টিকা শুরুর পর কমেছে মৃত্যু

গড়ে দৈনিক মৃত্যু কমেছে ছয়জনের

শামীম আহমেদ

টিকা শুরুর পর কমেছে মৃত্যু

করোনাভাইরাস টিকার প্রয়োগ শুরুর পর দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে গেছে। ২৭ জানুয়ারি দেশে টিকা কার্যক্রম শুরুর আগের ১০ দিনে মোট মারা যান ১৭২ জন। অন্যদিকে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। অর্থাৎ টিকা যুগে প্রবেশের আগের ১০ দিনে গড়ে দৈনিক মারা গেছেন প্রায় ১৭ জন। টিকা প্রয়োগ শুরুর পর গড়ে দৈনিক মারা যাচ্ছেন ১১ জন। গতকাল ১০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার পাশাপাশি বয়সজনিত নানা সমস্যার কারণে এখন পর্যন্ত ৫৫ শতাংশের বেশি মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব মানুষের। এ কারণে প্রথম কয়েক দিন শুধু ৫৫ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, টিকা প্রদান শুরুর আগে ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ১১২ জন ষাটোর্ধ্ব মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনে ষাটোর্ধ্ব মানুষ মারা গেছেন ৭১ জন। দুই সময়ের ব্যবধানে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যু কমেছে ৪১ জন। অন্যদিকে দুই সময়ের ব্যবধানে মোট মৃত্যু কমেছে ৬০ জন। ২৭ জানুয়ারি ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর ২৯ তারিখ ছাড়া জানুয়ারির অন্য দিনগুলোতেও দৈনিক ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারির শুরু থেকে কমছে মৃত্যু। এর মধ্যে ৭ ও ৮ ফেব্রুয়ারি আবার মৃত্যু বেড়ে যথাক্রমে ১৫ ও ১৬ জনে দাঁড়ায়। ৯ ফেব্রুয়ারি ফের আটজনে নেমে আসে। গতকালও ষষ্ঠ দিনের মতো সংক্রমণ হার ছিল ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭১৭ জন, যা একই সময়ে শনাক্ত হওয়া নতুন রোগীর প্রায় দ্বিগুণ। ফলে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক শূন্য ১ শতাংশে। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় সাতজন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব ও একজন ছিলেন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ছয়জন ঢাকা, দুজন ময়মনসিংহ ও একজন করে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর