শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মে মাসে বড় পরিসরে ইউপি ভোট

এপ্রিলের শুরুতে শেষ ধাপের পৌরসভা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

মে মাসে বড় পরিসরে ইউপি ভোট

আসছে ঈদের পর মে মাসের মাঝামাঝিতে দেশব্যাপী বড় পরিসরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ৭ এপ্রিল শেষ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে ইসি। আগামী ১৭ ফেব্রুয়ারির কমিশনের সভায় এসব নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, মে মাসের মাঝামাঝি দেশজুড়ে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হবে। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সিইসি জানান, চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভা রয়েছে ১৪ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি। মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর রমজান রয়েছে। তিনি বলেন, শেষ ধাপের বাদবাকি পৌরসভা ও নির্বাচন উপযোগী কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ এপ্রিল করার প্রস্তাব এসেছে। এ জন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়টি চূড়ান্ত হবে। কটি পৌরসভা ও ইউপি ভোট করা যায় তা পর্যালোচনা হবে বলে জানান সিইসি। সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ শান্ত রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তারা আশা করছেন সামনের নির্বাচনগুলো ভালো ও সুষ্ঠু হবে সংঘাত হবে না। কবে নাগাদ ইউপি সাধারণ নির্বাচন শুরু করা যাবে? জানতে চাইলে সিইসি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশের বিষয়, সিডি তৈরি ও রমজান রয়েছে। ৭ এপ্রিল কিছু হবে। তবে ঈদের পর মধ্য মে মাসে ইউপি নির্বাচন শুরু হবে। নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত ভিন্ন গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যদের সঙ্গে এ অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে সারা দেশে ইউপির সংখ্যা হচ্ছে ৪ হাজার ৪৮৩টি।

 পাঁচ বছর আগে ২০১৬ সালে ২২ মার্চ থেকে  জুন পর্যন্ত ছয় ধাপে দলীয় প্রতীকে ভোট হয়েছে ৪৩২১টিতে এবং অন্যান্য সময়ে ভোট হয়েছে ১৬২টিতে। ২১ মার্চের মধ্যে নির্বাচনী সময় শেষ হচ্ছে ৭৫২ ইউপি, ৩০ মার্চ সময় শেষ হবে ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল সময় শেষ হবে ৬৮৫ ইউপির, ৬ মে সময় শেষ হবে ৭৪৩ ইউপির, ২৭ মে সময় শেষ হচ্ছে ৭৩৩ ইউপি এবং ৩ জুন শেষ হবে ৭২৪ ইউপির মেয়াদ। নির্বাচনী আইন অনুযায়ী এবারও দলীয় প্রতীকে ইউপি ভোট হবে।

সর্বশেষ খবর