শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যু ও আক্রান্তের গতি কমে আসছে

প্রতিদিন ডেস্ক

বিশ্বের প্রায় সব দেশেই করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা ইতিবাচক অবস্থানে চলে এসেছে। বর্তমানে মৃত্যু ও আক্রান্তের গতি বেশ কমে আসছে। সপ্তাহখানেক আগেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল অন্তত সাড়ে ৪ লাখের ওপরে। আর মৃত্যু ছিল ১৫ থেকে ১৭ হাজার। এখন মৃত্যুর সংখ্যা এসে ঠেকেছে প্রায় ১৩ হাজারে এবং আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ লাখ ৪০ হাজারেরও কম। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ কোটি ৮৩ হাজার এবং মৃত্যু ছিল ২৩ লাখ ৮০ হাজার। গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ছিল ১৩ হাজার ৮৪ এবং নতুন আক্রান্ত ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৭৮। এই ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছিল ৩ হাজার ৬৮ এবং আক্রান্ত ছিল ১ লাখ ৩ হাজার ৪৮১। ব্রাজিলে মৃত্যু ছিল ১ হাজার ৪৫২ এবং আক্রান্ত ছিল ৫৩ হাজার ৯৯৩। মেক্সিকোয় মৃত্যু ছিল ১ হাজার ৩২৮ এবং আক্রান্ত ছিল ১১ হাজার ১৩৮। যুক্তরাজ্যে মৃত্যু ছিল ৬৭৮ এবং আক্রান্ত ছিল ১৩ হাজার ৪৯৪। রাশিয়ায় মৃত্যু ছিল ৫৫৩ এবং আক্রান্ত ছিল ১৫ হাজার ৩৮। ইতালিতে মৃত্যু ছিল ৩৯১ এবং আক্রান্ত ছিল ১৫ হাজার ১৪৬। ভারতে মৃত্যু ছিল ৮৫ এবং আক্রান্ত ছিল ৯ হাজার ৩৫৩।

সর্বশেষ খবর