শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধনী, ১৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তিনটি নকল প্রসাধনী তৈরির কারখানাকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে সেগুলো বাজারজাত করার কারণে এসব জরিমানা করা হয়।

এ সময় কারখানা তিনটি থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সহায়তা করে র‌্যাব-২ ও বিএসটিআই। গতকাল দুপুরে র?্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, কামরাঙ্গীরচরের ইসলামনগর ও খোলামোড়া এলাকায় অপো প্রসাধনী এবং সাদিয়া হারবাল বিডি প্রসাধনী কারখানাতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধন সামগ্রী উৎপাদন, প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ পরিবর্তন করে বাজারজাত করছিল কারখানা দুটি। এসব কারণে অপো প্রসাধনী প্রতিষ্ঠানের মালিকসহ ছয়জনকে ৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় সাদিয়া হারবাল বিডি প্রসাধনীকে ১০ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এদিকে চকবাজারের চক মার্কেটের একটি গোডাউনে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী সামগ্রী মজুদ রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর