শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের পিটসবুর্গে উড্ডয়নের সময় ডেলটা এয়ারের একটি যাত্রীবাহী ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়েছে।  এতে ৮০ জন যাত্রী ছিলেন।  তবে যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা  গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ভারি তুষারপাতের কারণে এমনটি হতে পারে। সূত্র : এপি, ফক্স নিউজ।

জানা গেছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইনসের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। এতে সেখানে কিছুক্ষণের জন্য বিমান ওঠা নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অন্য একটি বিমানে তুলে দেওয়া হয়। পরদিন বিমানবন্দরের মুখপাত্র জানান, বিমানটি উদ্ধারে ভারি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে ক্ররা কাজ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। খবরে বলা হয়, দুর্ঘটনায় বিমানের সামনের অংশ  বেশ ক্ষতি হয়েছে। এই ঘটনায় ঘন কুয়াশা ও তুষারপাতকে দায়ী করছে জাতীয় আবহাওয়া দফতর। কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর