রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুর্নীতি উপাচার্যকে স্পর্শ করবে না নিশ্চিত করতে হবে : অধ্যাপক এস এম এ ফায়েজ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি উপাচার্যকে স্পর্শ করবে না নিশ্চিত করতে হবে : অধ্যাপক এস এম এ ফায়েজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, একজন উপাচার্যকে সব সময় মনে রাখতে হবে যে তার মূল পেশা শিক্ষকতা। দুর্নীতি যেন তাকে স্পর্শ না করে সেটি নিশ্চিত করতে হবে। লবিং-তদবির, মোহ যারা প্রদর্শন করেন, তারা উপাচার্য পদের জন্য যোগ্য নন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এস এম এ ফায়েজ বলেন, একজন অধ্যাপকের ওপর যদি কোনো প্রশাসনিক দায়িত্ব আসে তবে তিনি তা পালন করবেন মান-মর্যাদা বজায় রেখে। শিক্ষকতা ছাড়া তার কোনো পদের প্রতি মোহ থাকা উচিত নয়। একজন অধ্যাপকের আর বেশি মর্যাদা কী হতে পারে! অধ্যাপক উপাচার্য হলে সবার প্রতি ন্যায়বিচার করতে হবে তার। তিনি যদি কোনো শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ দেন, তবে মেধাকে এ ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি যেন তাকে স্পর্শ না করে সেটি নিশ্চিত করতে হবে। সাবেক এ উপাচার্য বলেন, ‘উপাচার্যের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদে নিয়োগদানের আগে কর্তৃপক্ষকে বিবেচনা করতে হবে, কোন ব্যক্তি আসলে উপযুক্ত সেই পদের জন্য। উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। উপাচার্যের আকর্ষণ থাকবে মেধার প্রতি, পদের প্রতি নয়। ন্যায়বিচার করার জন্য অবিচল থাকতে হবে উপাচার্যকে। পদের মর্যাদা অবশ্যই বজায় রাখতে হবে। শিক্ষকের দায়বদ্ধতা তার বিবেকের কাছে। উপাচার্যের দায়বদ্ধতা আরও বেশি। উপাচার্যরা দুর্নীতি-অনিয়ম করবেন এমনটি আমরা প্রত্যাশা করি না।’

সর্বশেষ খবর