সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

শ্রীপুরে লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া থেকে এক বুনো চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তারা হরিণটি উদ্ধার করেন। শ্রীপুরের মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও স্থানীয়রা জানান, হরিণটি দুপুর ১২টার দিকে কপাটিয়াপাড়া এলাকার জৈনুদ্দিনের বাড়িতে ঢুকে পড়ে। পরে এলাকার লোকজন ধাওয়া করে হরিণটি ধরে পুলিশ ও বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষকে জানায়। পার্কের পশ্চিম-উত্তর পাশের গেটটি অনেকটাই অরক্ষিত। সেদিক দিয়ে হরিণটি বের হয়ে থাকতে পারে বলে দাবি করেন স্থানীয়রা। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, হরিণটি স্থানীয়দের কাছ থেকে দুপুর ২টার দিকে বন বিভাগের লোকজন উদ্ধার করে। প্রায় বছর খানেক আগে তিনটি হরিণ সাফারি পার্কের সংরক্ষিত বনাঞ্চলের উম্মুক্ত এলাকায় অবমুক্ত করা হয়। ওই তিনটির মধ্যে এটি একটি। উদ্ধারকৃত পুরুষ চিত্রা হরিণ সাফারি পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে রাখা হয়েছে।

সর্বশেষ খবর