মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাফল্যের সঙ্গে সরকারের ব্যর্থতাও কম নয়

-আবুল হাসানাত আমিনী

সাফল্যের সঙ্গে সরকারের ব্যর্থতাও কম নয়

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ‘বর্তমান সরকারের সফলতা যেমন রয়েছে ব্যর্থতাও কম নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ইসলামী ঐক্যজোটের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, ‘ইসলামী দলগুলোয় মৌলিক কোনো          বিভেদ নেই। সবাই ইসলামী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করছে। তবে দলগুলোর লক্ষ্য এক হলেও পদ্ধতিগত কিছু অমিল রয়েছে। এটাকেই অনেকে বিভেদ ভাবেন, যা ঠিক নয়। একটি স্বাধীন দেশে প্রতিটি দলের নিজস্ব চিন্তা-চেতনা ও পদ্ধতি অবলম্বনের সুযোগ রয়েছে। রাজনৈতিকভাবে ইসলামী দলগুলো পৃথক পথ অবলম্বন করলেও ইস্যুভিত্তিক আন্দোলনে সব সময় ঐক্যবদ্ধ।’ তিনি বলেন, ‘দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে শান্ত মনে হচ্ছে। তবে ভবিষ্যৎ পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয় বলা কঠিন। কারণ অতীতে শান্ত পরিস্থিতি হঠাৎ অশান্ত হতে দেখেছি। তবে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বহাল থাকুক এটাই আমাদের কাম্য।’ সরকারের সাফল্য-ব্যর্থতা প্রসঙ্গে মাওলানা হাসানাত আমিনী বলেন, ‘শিক্ষা, কূটনীতিসহ বেশ কিছু বিষয়ে সরকার সাফল্যের দাবিদার। এ ছাড়া করোনায় বিশ্বমন্দার মাঝেও পণ্য রপ্তানিতে সারা বিশ্বে সম্মানজনক স্থান ধরে রাখা, রেমিট্যান্স বৃদ্ধি, পদ্মা সেতু, মেট্রোরেল, পাতালরেলসহ নানামুখী উন্নয়নকাজ, সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখা সরকারের বড় সাফল্য। তবে এ সরকারের সফলতা যেমন রয়েছে তেমন ব্যর্থতাও রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা-বাণিজ্যে মন্দা, টেন্ডারবাজি-চাঁদাবাজি-সন্ত্রাস, ব্যাংক খাতে লুটপাট, বিপর্যস্ত পুঁজিবাজার, নারী ধর্ষণ, বেপরোয়া দুর্বৃত্তপনা ইত্যাদি সরকারের ব্যর্থতা।’ ইসলামী দলগুলোকে একমঞ্চে আনার ক্ষেত্রে ভূমিকা রাখবেন কিনা জানতে চাইলে আবুল হাসানাত আমিনী বলেন, ‘ইসলামী ঐক্যজোট সব সময় ঐক্যের পক্ষে। আমরা মনে করি ইসলামী শক্তি একমঞ্চে এলে ইসলামী জনতার হৃদয়ে আবার আশার আলো জ্বলে উঠবে।

অতীতে ইস্যুভিত্তিক আন্দোলনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান জাতি প্রত্যক্ষ করেছে। কিন্তু রাজনৈতিক আন্দোলন, জাতীয় নির্বাচনের বেলায় ইসলামী দলগুলোয় ঐক্যের প্রবণতা কম, এটা দুঃখজনক। আশা করি ভবিষ্যতে ইসলামী দলগুলো আবারও একমঞ্চে ও একই প্ল্যাটফরমে ঐক্যবদ্ধ হবে।’ হাসানাত আমিনী বলেন, ‘আমার বাবা মুফতি আমিনী (রহ.) ছিলেন দেশের রাজনৈতিক ও ইসলামী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সাধারণ মানুষের অধিকার ও ইসলামের পক্ষে দাবি আদায়ের আন্দোলন করে গেছেন আমৃত্যু। দেশ ও ইসলামের স্বার্থে তিনি যে আদর্শিক রাজনৈতির রূপরেখা তৈরি করে গেছেন তার সন্তান হিসেবে সে আদর্শিক রূপরেখা ধরে এগিয়ে যাব। পাশাপাশি দেশের জনগণের সেবায় ইসলাম ও মসজিদ-মাদরাসার কল্যাণে আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখব।’

 

সর্বশেষ খবর