মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে পুলিশ সদস্যকে ধরে নিয়ে পরে ফেরত

জামালপুর ও পঞ্চগড় প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছেন। ভারতীয় সীমান্তের থ্রোংপাড়ার ১৫০ গজ ভিতরে ওই ব্যক্তি নিহত হন। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি ও বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবিসূত্র জানান, রবিবার রাতে বাংলাদেশ সীমান্তের বকশীগঞ্জ উপজেলার সোমনাথপাড়ার বিপরীতে ভারতীয় সীমান্তের ভিতরে থ্রোংপাড়ায় বিএসএফের গুলিতে অজ্ঞাত ওই ব্যক্তি প্রাণ হারান। গতকাল সকালে বিএসএফের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সীমান্তের কাঁটাতার এলাকায় যায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বকশীগঞ্জ থানা পুলিশ নিহত ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। পরে বিএসএফ তাদের নাগরিক হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যায়। এ ছাড়া             

স্থানীয় কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো অভিযোগ কেউ জানায়নি এবং পুলিশের কাছেও কোনো ব্যক্তি নিখোঁজের তথ্য নেই। এদিকে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত থেকে ওমর ফারুক নামে পঞ্চগড় পুলিশে কর্মরত এক সদস্যকে ধরে নিয়ে পরে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার রাতে হাঁড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকার মোমিনপাড়া থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর