শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আরও ১৫ মৃত্যু শনাক্ত ৩৯১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন ৩৯১ জন নতুন রোগী। তবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার গত ২৪ ঘণ্টায়ও তিন শতাংশের নিচে ছিল। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষায় ৩৯১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ। এই সময় মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৭৮ জন। এ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ২৬৮ জন। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১২ জন ছিলেন পুরুষ ও তিনজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে নয়জন ছিলেন ষাটোর্ধ্ব, চারজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১১ জন ঢাকা, দুই জন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর