শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ফেসবুকে খবর দেখা বন্ধ অস্ট্রেলিয়ায়

প্রতিদিন ডেস্ক

ফেসবুক কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য  কোনো সংবাদ আধেয় (নিউজ কনটেন্ট) দেখা বা তা  শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে। সূত্র : বিবিসি। জানা গেছে, সপ্তাহের অন্যান্য আর কয়টা দিনের মতোই গতকাল সকালে ঘুম থেকে ওঠেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। কিন্তু এদিনের সকালটা ছিল তাদের জন্য খানিকটা             ব্যতিক্রমই। ফেসবুকে ঢুকে দেশীয় ও বিদেশি সংবাদ সাইটগুলোর ফেসবুক পেজ খুঁজতে গিয়ে দেখেন,  সেগুলো বন্ধ। অর্থাৎ, তারা কোনো দেশি-বিদেশি খবর  ফেসবুকে দেখতে পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার প্রকাশকরাও তাদের ফেসবুক পেজে কোনো সংবাদ আধেয় প্রকাশ বা  শেয়ার করতে পারছেন না।

প্রসঙ্গত, ফেসবুকে দেশটির জাতীয় সম্প্র্রচার মাধ্যম এবিসি এবং সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ানের মতো সংবাদ মাধ্যমগুলোর কোটি কোটি অনুসারী রয়েছেন। পাশাপাশি গতকাল থেকেই বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার স্বাস্থ্য, জরুরি সেবা ও অন্যান্য খাতের বেশ কিছু প্রতিষ্ঠানের ফেসবুক পেজ। তবে পরে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, এ ক্ষেত্রে তাদের কিছুটা ত্রুটি আছে। ওই সব  পেজ তারা বন্ধ করতে চায়নি। ভুল করে হয়ে গেছে।

সর্বশেষ খবর