শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত : হর্ষবর্ধন

প্রতিদিন ডেস্ক

চিকিৎসার প্রয়োজনে যারা ভারতে যেতে চান তাদের জন্য শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চিকিৎসার প্রয়োজনে যারা ভারতে আসতে চান তাদের ইতিমধ্যে আমরা ভিসা দেওয়া শুরু করেছি। এ ছাড়া শিগগিরই তাদের ই-ট্যুরিস্ট   ভিসা প্রদানসহ আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।’ হর্ষবর্ধন বলেন, গত এক দশকে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে ভারত; ফলে প্রতি বছর প্রতিবেশীসহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়া-আসাও বেড়েছে সমানুপাতিক হারে। ২০১৯ সালে এক পরিসংখ্যানে বলা হয়েছে, চিকিৎসার জন্য বিশ্বের যে ৪১টি দেশে লোকজন যাতায়াত করে সে তালিকায় ভারতের স্থান পঞ্চম। দেশটির মোট জাতীয় প্রবৃদ্ধির ২২%-২৫% জোগান দেন বাইরের দেশ থেকে আসা চিকিৎসাপ্রার্থীরা।

সর্বশেষ খবর