শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কমেছে মৃত্যু বেড়েছে শনাক্ত

২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৪০৬

নিজস্ব প্রতিবেদক

কমেছে মৃত্যু বেড়েছে শনাক্ত

দেশে করোনাভাইরাস সংক্রমণ হার গত তিন দিন ধরে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার দশমিক ১৭ শতাংশ বেড়েছে। তবে কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর গত ২৪ ঘণ্টায় ফের কমেছে মৃত্যু। এই সময়ে মারা গেছেন আটজন। এর আগের দিন ১৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষায় ৪০৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮৫ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩৯১ জন। শনাক্তের হার ছিল ২ দশমিক ৬৮ শতাংশ। গত এক দিনে মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৩৬ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ছিলেন পুরুষ ও দুজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে চারজন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে চারজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর