শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

হারিয়ে যাচ্ছে হাঁড়িচাঁচা

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

হারিয়ে যাচ্ছে হাঁড়িচাঁচা

সবুজ হাঁড়িচাঁচা পাখি দেখতে খুবই দৃষ্টিনন্দন। যেমন রং, তেমনি নজরকাড়া সৌন্দর্য। একবার দৃষ্টি পড়লে চোখ ফেরানো দায়। এরা আমাদের দেশের আবাসিক পাখি। এক সময় প্রচুর দেখা যেত। বর্তমানে এদের সংখ্যা কমে গেছে। এখন আর সচরাচর এদের দেখা মেলে না। অনেকটা দুর্লভ হয়ে গেছে বলা যায়।

এদের ইংরেজি নামCommon Green Magpie. আর বৈজ্ঞানিক নাম Cissa chinensis. অঞ্চলভেদে পাতি সবুজতাউড়া নামেও পরিচিত। এরা কার্ভিডি গোত্রের এক প্রজাতির মাঝারি আকারের উজ্জ্বল সবুজ পাখি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই দৃষ্টিনন্দন পাখিটির ছবি তুলেছেন শৌখিন ফটোগ্রাফার রাশেদ খান। রাশেদ খান জানান, এই পাখির ছবি তোলা অনেক কষ্টকর। তিনি এক বছর চেষ্টা করে এ ছবিটি তুলেছেন। কারণ মানুষ দেখলেই গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে। পাখি বিশারদরা জানান, সবুজ হাঁড়িচাঁচা পাখি লম্বায় ৩৮ সেমি। মাথা উজ্জ্বল সবুজ। মাথা থেকে ঝুঁটি আকৃতির সবুজ পালকগুলো নেমেছে ঘাড় পর্যন্ত। চোখ রক্তলাল। চোখের বেড মেটে-লাল। ঠোঁট প্রবাল-লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। ঝুঁটি ও মাথা কালচে-বাদামি। প্রাপ্তবয়স্ক পাখির ডানার রং তামাটে-মেরুন। আর পিঠের রং পাতা-সবুজ। দেহতল হালকা সবুজ। ঠোঁট থেকে চোখ হয়ে একটি কালো ডোরা গিয়ে লেগেছে মাথার পেছন পর্যন্ত। এই ডোরাটি পাখির মাথার ঝুঁটিকে স্পষ্ট করে তুলেছে। ডানার প্রান্ত ও মধ্যপালক স্পষ্ট তামাটে। লেজ লম্বা ও সবুজ। লেজের তল সাদা। এরা কখনো একাকী এখনো বা জোড়ায় জোড়ায় চলাফেরা করে। তবে শিকারের সময় অন্য সব পাখির সঙ্গেই বের হয়। ফিঙ্গে বা ফিঙ্গা পাখি এদের প্রধান সহচর। শিকার খোঁজে পাতা উল্টিয়ে। অন্য পাখির ডাক নকল করতেও পারদর্শী। বাংলাদেশ ছাড়াও এদের বৈশ্বিক বিস্তৃতি ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট পাখি, পাখির ডিম ও ছানা। এ ছাড়া ব্যাঙ, টিকটিকি, ছোট সাপ, বড় পোকা ও পচা মাংস খেয়ে এরা জীবন ধারণ করে। এপ্রিল থেকে মে মাস এদের প্রজনন কাল। এ সময় এরা গাছের পাতার আড়ালে বাসা বাঁধে। ডিম পাড়ে ৪ থেকে ৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৫ থেকে ১৮ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, সবুজ হাঁড়িচাঁচা পাখি আমাদের দেশে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে দেখা যায়। তবে খুব কম। এদের আবাসস্থল বন কমে যাওয়ায় দিনে দিনে এরা হারিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর