রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হলে প্রবেশ শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হলে প্রবেশ শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন -বাংলাদেশ প্রতিদিন

শিক্ষার্থীদের ওপর এলাকাবাসীর অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাৎক্ষণিক নিরাপত্তা দিতে ব্যর্থতা, পরিস্থিতি সামলাতে দীর্ঘ অপেক্ষা এবং প্রক্টর-উপাচার্যের বিতর্কিত বক্তব্যের পর গতকাল নিজেরাই ভেঙে ফেলেন সব কটি আবাসিক হলের তালা। কারও অনুমতির অপেক্ষা না করে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ গত

বছরের মার্চ থেকে। আবাসিক হল বন্ধ থাকায় প্রচুর শিক্ষার্থী এখন বাসা ভাড়া নিয়ে থাকছেন বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকাগুলোয়। শুক্রবার সন্ধ্যায় জাবি-সংলগ্ন গেরুয়া এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। জাবি শাখা ছাত্রলীগের এক নেতার চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ক্ষোভ থেকে গেরুয়ার স্থানীয়রা রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে ৪০ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহতাবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল সকাল সাড়ে ১১টায় জড়ো হন শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল। বেলা ১২টায় প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী মিছিল নিয়ে উপস্থিত হন উপাচার্যের বাসভবনের সামনে। দাবি, দুপুর ২টার মধ্যে সব আবাসিক হলের তালা খুলে দেওয়া, ক্যাম্পাস-সংলগ্ন এলাকার রাস্তায় ফটক নির্মাণ এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন। তবে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা না করে নিজেরাই একে একে হলের তালা ভাঙতে শুরু করেন শিক্ষার্থীরা। ফলে দেড়টার মধ্যেই ক্যাম্পাসের সব কটি হলের তালা ভাঙা হয়ে যায়। রাতে হলেই অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সন্ধ্যায় শেষ হয় সিন্ডিকেট মিটিং। এক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা যায়, গেরুয়াবাসীর হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য আবাসিক হল খোলা থাকলেও শিক্ষার্থীদের পুনরায় হলত্যাগের বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

সর্বশেষ খবর