সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন মৃত্যুতে উত্তপ্ত মিয়ানমার

সর্বত্র সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বছরের এক তরুণী নিহত হওয়ার পর আরও দুজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছেন। এতে দেশটিতে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির উদ্ভব ঘটেছে। হত্যার প্রতিবাদে গতকাল সব বাধা উপেক্ষা করে লাখ লাখ মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে এখন সামরিক জান্তা বনাম জনতা সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, সিএনএন, আলজাজিরা। এক খবরে বলা হয়েছে, রাজধানী ইয়াঙ্গুনের দুটি স্থানে গতকাল সকাল থেকে লাখ লাখ মানুষ সমবেত হয়ে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ শুরু করে। মান্দালয় শহরে সকাল থেকেই মিছিল করেছে হাজার হাজার মানুষ। চলমান এসব বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন সামাল দিতে ব্যর্থ হচ্ছে সামরিক বাহিনী। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থানবিরোধীরা সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সু চির মুক্তিরও দাবি জানাচ্ছেন। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি বল প্রয়োগের ঘটনা ঘটেছে গত শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া গুলিতে দুই বিক্ষোভকারী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি অভিযানের পরদিন গতকাল সকালে মান্দালয়ে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন লাখ লাখ মানুষ। উত্তরের শহর মাইতিককাইনাতে মানুষ নিহত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। গত কয়েক দিনে এই শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও তরুণরা এদিন অভ্যুত্থানবিরোধী ব্যানার নিয়ে মোটরবাইক মিছিল করেছেন। এ ছাড়া মধ্যাঞ্চলীয় শহর মনিওয়া ও বাগান এবং দক্ষিণের শহর দাওয়েই ও মাইয়েক শহরেও বড় আকারের বিক্ষোভ হয়েছে। মান্দালয়ের এক তরুণ বিক্ষোভকারী সাংবাদিকদের জানান, ‘সেনারা নিরস্ত্র  বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা আমাদের ভবিষ্যৎকে লক্ষ্যবস্তু বানিয়েছে।’ এদিকে সেনা সরকারের বল প্রয়োগ নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন।

শীর্ষ অভিনেতা গ্রেফতার : মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে দুজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির খ্যাতিমান অভিনেতা লু মিনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সমর্থন করার কারণে এই অভিনেতাকে খোঁজা হচ্ছিল বলে জানিয়েছেন তার স্ত্রী। সরকারি কর্মচারীদের ‘আইন অমান্য’ আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার জন্য যে ছয় খ্যাতিমান ব্যক্তির বিরুদ্ধে উসকানিবিরোধী আইনে সেনাবাহিনী গত বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, অভিনেতা লু মিন তাদের একজন। তার স্ত্রী খিন সাবাই উ নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ইয়াঙ্গুনের তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে গেছে। তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি। আমি তাদের থামাতে পারিনি। তারা আমাকে জানায়নি। এদিকে মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার’ শনিবার জানায়, অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় এ পর্যন্ত ৫৬৯ জনকে গ্রেফতার, অভিযুক্ত অথবা কারাদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর