মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শাহ আমানতে ১৭ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানের অভ্যন্তরীণ কুলিং প্যানেলের ভিতর থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। কাস্টম, শুল্ক গোয়েন্দা এবং এনএসআইয়ের যৌথ অভিযানে ১০ কোটি টাকা বাজার মূল্যের এই সোনা জব্দ করা হলো। আবুধাবি থেকে আসা গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার রোকসানা খাতুন। তিনি জানান, সকাল সোয়া ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮-এ একযোগে তল্লাশি চালায় কাস্টমস, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এ সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো স্কচটেপ মোড়ানো সোনার বার। এতো বড় চালানের সঙ্গে কেউ আটক নেই- জানিয়ে তিনি বলেন- ফ্লাইটটি চট্টগ্রামে যাত্রী নামিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। সোনার বারগুলো ঢাকায় আনলোড করা হতো বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক নুরুন নাহার লিলি বলেন, পরিত্যক্ত অবস্থায় থাকা বিমানের আসনের পাশের ‘প্যানেলের’ ভেতর লুকানো এসব বারগুলোর মধ্যে ২৬-এ নম্বর সিটের পাশ থেকে ৯০ পিস এবং ১৮-এফ সিটের পাশ থেকে ৬০ পিস পাওয়া গেছে। জানা গেছে, এর আগে অবৈধভাবে আসা একাধিকবার সোনার বার আটক করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। গত ১ অক্টোবর দুবাই ফেরত এনামুল কবির (৩৫) আটক হন ৮২টি সোনার বারসহ। কক্সবাজারের বাসিন্দা এনামুল ফিরছিলেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। গত ১৫ অক্টোবর দুবাই ফেরত বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটের তিনটি আসনে নিচে আটটি প্যাকেটে ১৬০টি সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় কেউ আটক হয়নি। তবে সম্প্রতি ধরা পড়া চালানগুলোর বেশির ভাগই দুবাই থেকে আসা বিমানের ভিতর ও বিমানের যাত্রীদের কাছ থেকে পাওয়া। তবে বিমানবন্দর কাস্টমসের হিসাব মতে, ১৫ অক্টোবরই শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা তিনটি বিমানে ঘোষণা দিয়ে যাত্রীরা আনেন ১২০টি সোনার বার। এর আগে ১৩ অক্টোবর  ঘোষণা দিয়ে আনা হয়েছিল ৮৮টি সোনার বার।

সর্বশেষ খবর