বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

২৯ দিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তের চেয়ে সুস্থ দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

২৯ দিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তের চেয়ে সুস্থ দ্বিগুণ

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ জন মারা গেছেন, যা ২৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দুই দিনে সাতজন করে মারা যান। তবে গত এক দিনে শনাক্তের চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন, যা শনাক্তের চেয়ে দি¦গুণের বেশি। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৩৭৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও                 আটজন নারী। হাসপাতালে ১৬ জনের ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব, চারজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, দুজন চট্টগ্রাম, দুজন রাজশাহী, একজন খুলনা ও একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর