বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিশিগানে বর্ণমালা বাংলা কর্নার চালু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মিশিগানে ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হ্যামট্রামেক সিটি পাবলিক লাইব্রেরিতে কিছুটা অংশ নিয়ে ‘বর্ণমালা বাংলা কর্নার’ নামে লাইব্রেরি উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে অতিথি ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র ক্যারন মাজেস্কি, হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরির পরিচালক টামারা সোছাকা, সিটির দুই বাঙালি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম  চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃদুল কান্তি সরকার।  প্রধান অতিথি মেয়র ক্যারন মাজেস্কি বলেন, বাংলাদেশসহ গোটাবিশ্ব তাদের নিজেদের  ভাষা দিবস পালন করছে। পাশাপাশি মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটিতেও পালিত হচ্ছে। হ্যামট্রামেক সিটি প্রশাসন এই বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছেন।  যে ভাষায় আমাদের পূর্বপুরুষরা কথা বলেছেন, বড় হয়েছেন এবং যে ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি। আমি জানি না কতজনের আমাদের এই হ্যামট্রামেক সিটি সম্পর্কে ধারণা আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি, এই সিটি হচ্ছে বহুজাতি ও বিভিন্ন ভাষার মানুষের মিলনস্থল এবং বসবাসের জায়গা। এখানে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষ বসবাস করছেন। আমি তাদের স্বাগত জানাই। তিনি আরও বলেন, হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ যুগের পর যুগ ধরে বহু ভাষার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এটা সিটির জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর